উল্লাপাড়ায় কিশোরের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনের পাশ থেকে আব্দুর রহমান (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ আগষ্ট) সকালে স্থানীয়রা রেললাইনের পাশে লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করেছে। কিশোর আব্দুর রহমান উল্লাপাড়া উপজেলার গুচ্ছ গ্রামের আলী আকবরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,আব্দুর রহমান (১৪),ফাহিম (১৫) ও জিহাদ (১৩) তিন বন্ধু মিলে গত মঙ্গলবার ঢাকায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ১১ টার দিকে আব্দুর রহমান বাড়িতে ফোন দিয়ে বলেন ঢাকায় এসেছি আবার রাতেই ট্রেনে বাড়ি যাবো। সকালে রেললাইনের পাশে মরদেহ দেখে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ধারনা করা হচ্ছে তারা রাতে ট্রেন যোগে বাড়ি ফেরেন। বাড়ির পাশে ট্রেন না থামানোর কারণে হয়তো চলন্ত ট্রেন থেকে ঝাপ দিলে তার মৃত্যু হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন,তিন বন্ধু ঢাকা থেকে ট্রেন যোগে বাড়ি ফিরছিল। যে ট্রেনে তারা ছিল সে ট্রেন উল্লাপাড়ায় স্টপেজ না থাকায় সম্ভবত ঝাপ দেয়। তবে তার দুই ট্রেনেই ছিল। তাদের সাথে ফোনে কথা হয়েছে। তারা আসলে আসল ঘটনা জানা যাবে