শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
অপেক্ষা বাড়ল বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের মাগুরা মেডিকেল কলেজ বন্ধের গুজব উড়িয়ে দিলেন শফিকুল আলম শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা। নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক  বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ

সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুই ছাত্রদল কর্মীকে ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এসবি ফজলুল হক রোডের নবদ্বীপ পুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শহরের ভাসানী মিলনায়তনে সমাবেশ চলছিল। এ সময় সেখানে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরই একপর্যায়ে নবদ্বীপ পুল এলাকায় পুলিশের ওপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। পুলিশ এ সময় টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শুরু হয় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। ঘণ্টাব্যাপী চলে এ অবস্থা।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। আমরা খবর পেলাম, নবদ্বীপ পুলের পশ্চিমে দত্তবাড়ী রোড থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির ওপর হামলা চালিয়েছে। এমন খবরে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত ২০ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়৷ আহতদের মধ্যে ছাত্রদলের দুই নেতার চোখে গুলি লেগেছে। তাদের ঢাকায়  নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। সমাবেশস্থলে তাদের নিজেদের মধ্যে অন্তর্কোন্দলের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ অবস্থায় নবদ্বীপ পুল এলাকায় নিজেরাই একটি ককটেল নিক্ষেপ করে এবং এরপর পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শর্টগানের গুলি ছোড়ে পুলিশ। এ সংঘর্ষের ঘটনায় বিএনপির ছোড়া ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর