সিরাজগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলো, কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কাচারিপাড়া গ্রামের আলহাজ হোসেন (২৩) ও রায়গঞ্জ উপজেলার কয়রা পশ্চিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৪২)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার প্রায় মধ্যে রাতে কামারখন্দ উপজেলার চৈরগাঁতী গ্রামের বিলের মধ্যে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলহাজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে ওইদিন গভীর রাতে রায়গঞ্জের ওই গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।