শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর মায়ের দোয়ায় মোড়ানো এক দূর দেশের যাত্রা সরিষাবাড়ীতে শিক্ষার্থীকে ধর্ষণ, মৃত সন্তান প্রসব, ধর্ষক গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ি পৌর শাখার উদ্যোগে দাওয়াতি গণসংযোগ আত্রাইয়ে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সুধী সমাবেশ ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার : তৌহিদ সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের প্রতারক আওয়ামী লীগ নেতার শাস্তির দাবীতে মানববন্ধন নাসিরনগরে দুই কেজি গাঁজা ও মোটর সাইকেল সহ মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুকে টঙ্গীতে জবাই করে হত্যা

সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে মামলা

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলটির শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ওই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির।

এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ্ আলম মামলাটি দায়ের করেন।

মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১১০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার ছোনগাছা ইউপির পূর্বগুপিরপাড়ার খায়রুল ইসলাম (১৯) ও শিয়ালকোল ইউপির সারটিয়া গ্রামের মেহেদী হাসানকে (২৮) আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শহরের ভাসানী মিলনায়তনে সমাবেশকে ঘিরে উত্তেজনার একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দলটির নেতাকর্মীরা। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ২০ জনেরও বেশি আহত হয় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।

অপরদিকে একই ঘটনায় ৭ পুলিশ সদস্যও আহত হয়েছে বলে দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর