গতকাল রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। মহাপরিচালক জানান, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, আধুনিক বাংলাদেশের বর্ধিত সব চ্যালেঞ্জ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের উপযোগী করে গড়ে তুলতে প্রশিক্ষণব্যবস্থাকে আধুনিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিরোনাম
এবার যুক্ত হলো ড্রোন, রিমোট নিয়ন্ত্রিত অগ্নিনির্বাপণ গাড়ি
ভবিষ্যতে ফায়ার সার্ভিসের জনবল কাঠামো ৩০ হাজারে উন্নীত করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে ফায়ার স্টেশনের সংখ্যা ৭৩৫টিতে উন্নীত করা হবে। নিয়মিত বিরতিতে নতুন নতুন স্টেশন চালু হওয়ায় প্রান্তিক পর্যায় পর্যন্ত মানুষের কাছে ফায়ার সার্ভিসের সেবার দরজা সম্প্রসারিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর