শিরোনাম
সিরাজগঞ্জে প্যাথলজির ফ্রিজে মাংস রাখাসহ বিভিন্ন অপরাধে জরিমানা

সিরাজগঞ্জের বেসরকারি হাসপাতালের প্যাথলজি বিভাগের ফ্রিজে গরুর মাংস রাখাসহ বিভিন্ন অপরাধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ওই অধিদপ্তর।
এ সময় বেসরকারি মদিনা হাসপাতালের প্যাথলজি বিভাগের ফ্রিজে ২ কেজি গরুর মাংস রাখার দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। এছাড়া সেবা মূল্য তালিকার সঙ্গে ভাউচারের মিল না থাকা ও রি-এজেন্টগুলোতে আমদানিকারকের স্টিকার যুক্ত না থাকায় শেফা প্যাথলজিকে ৫ হাজার টাকা, সিটি জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা ও হেলথ এইডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর