শিরোনাম
সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৪ কেজি গাঁজাসহ যুবক আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ ইমাম হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক ইমাম চাঁদপুরের কচুয়া থানার করইশ গ্রামের ছফিউল্ল্যার ছেলে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সন্ধ্যার দিকে চান্দাইকোনায় একটি ফিলিং স্টেশনের সামনে ওই মহাসড়কে নওগাঁ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে ১৪ কেজি গাঁজাসহ ইমামকে আটক করা হয়। এ ঘটনায় আটক যুবকের নামে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর