সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থীর খিচুড়ি খেয়ে ১০জন অসুস্থ

সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী শরিফুল ইসলাম তাজফুলের খিচুড়ি খেয়ে ১০জন গুরুতর অসুস্থ হয়েছে। আহতরা সবাই তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর, এম,ও ডা: রাকিব হাসান। ঘটনাটি ঘটেছে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে সামনে বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামের আলহাজ্ব আবদুর রাজ্জাকের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম তাজফুল গত বুধবার রাতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য সাথে মতবিনিময় করেন।
পরে তাদের সৌজন্যে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়। ওই খিচুড়ি খেয়ে বারুহাস ইউনিয়নের ৪,৫,৬, নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য রিনা খাতুন, চৌবাড়িয়া গ্রামের আমজাদ হোসেন স্ত্রী শিউলি খাতুন ২৫, আশরাফুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন ২৭,জয়নাল আবেদীন স্ত্রী অমেদান ৫৬, রহিজ উদ্দিন ছেলে আমজাদ ৩০ মৃত নাজিম উদ্দিনের ছেলে জয়নাল ৬২ গুরুতর অসুস্থ হয়ে বমি ও পাতলা পায়খানা শুরু হলে পরিবারের লোকজন তাদের চিকিৎসার জন্য তাড়াশ হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে তাদের চিকিৎসা চলছে। এ ব্যাপারে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী শরিফুল ইসলাম তাজফুল বলেন, আমি চক্রান্তের শিকার,গত বুধবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন অথচ তিনদিন পর ৮/১০জন অসুস্থ। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক ডা: রাকিব হাসান বলেন, কয়েকজন রোগী খাদ্য বিষক্রিয়া ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে উনারা শঙ্কা মুক্ত রয়েছেন । এ ব্যাপারে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।