তাড়াশে সামাজিক- সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
সামাজিক-সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃমনিরুজ্জামান মনি,উপজেলা সহকারী কমিশনার (ভুমি)লায়লা জান্নাতুল ফেরদৌস,আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার,উপজেলা ভাইস-চেয়ারম্যান দ্বয় আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সনাতন দাশ, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক, বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক, আব্দুল খালেক হাবিবুর রহমান হাবিব, জুলফিকার আলী ভুট্টো, মেহেদী হাসান ম্যাগনেট,গুল্টা মিশনারীর ফাদার কারলো বুজরী প্রিমে উপজেলা জামে ,তাড়াশ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন সহ আরো অনেকেই।
এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ বলেন, বাংলাদেশ সামাজিক সম্প্রীতির দেশ এদেশে কোন উগ্রবাদের স্থান নেই। শারদীয় দুর্গো উৎসবকে আনন্দ মুখর করতে সবার সহযোগিতা কামনা করছি।