শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কোটি টাকার ইয়াবা লুট করেছে কক্সবাজারে,নৈপথ্যে ছদ্মবেশী রবিউল! আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা বাজার পরিষ্কার পরিছন্নতা ও ড্রেনের কাজ চলমান মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৬ মাসের শিশু বাচ্চা স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর

বাহরাইনে অসাধারণ জয়ে শীর্ষে বাংলাদেশ

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ফুটবলের বয়সভিত্তিক পর্যায়ে দারুণ সময় কাটছে বাংলাদেশের। যদিও গতকাল সাফের অনূর্ধ্ব-১৭  চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের জার্সিধারীরা ভারতের বিপক্ষে হেরেছে ১-২ গোলে। কিন্তু সেটি ছিল ওই টুর্নামেন্টের সেমি ফাইনাল। আরেক প্রতিযোগিতায়ও দারুণ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল সোমবার পেয়েছে নাটকীয় এক জয়। তাতে কিছুটা হলেও অনূর্ধ্ব-১৭  চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়ার দুঃখ মোচন হয়েছে।

এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ এর বাছাইপর্বের প্রথম ম্যাচে  শক্তিশালী বাহরাইনের বিপক্ষে ড্রয়ে আসর শুরু করে বাংলাদেশ। গতকাল দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে দারুণ জয় পেয়েছে জামাল ভূঁইয়ার উত্তরসূরিরা।

সোমবার রাতে বাহরাইনের আরাদে আল মুহাররাক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। কিন্তু গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট পর্যন্ত। পিয়াশ আহমেদ নোভার গোলে বাংলাদেশ এগিয়ে যায়। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান পিয়াশরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলায় সমতা আনে ভুটান। ৫৯ মিনিটে লক্ষ্যভেদ করেন সান্তা কুমার লিম্বু। ১-১ সমতায় ম্যাচের সময় গড়াতে থাকে। আবারও ড্র করে পয়েন্ট হারানোর শঙ্কা জাগে।

কিন্তু বাংলাদেশকে বিজয়েল হাসি এনে দেন আশরাফুল হক আসিফ। নির্ধারিত সময় শেষের দুই মিনিট বাকি থাকতেই কর্নার পায় বাংলাদেশ। বাতাসে ভাসানো বলে বক্সের মধ্যে থেকে মাথা বাড়ান আসিফ। তার হেডে জয় নিশ্চত করে মাঠ ছাড়ে দল।

এ জয়ে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ গ্রুপে আপাতত শীর্ষে অবস্থান করছে। নিজেদের প্রথম ম্যাচ জয় পাওয়া ভুটানের পয়েন্ট ৩। ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বাংলাদেশের সঙ্গে ড্র করা স্বাগতিক বাহরাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর