শিরোনাম
ফেসবুক বন্ধুদের অর্থায়নে অন্ধ মরিয়মকে ”প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপ বাজার সামগ্রী তুলে দিল

সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের অন্ধ মরিয়ম চাচি কে আজ শুক্রবার সকালে *** প্রিয় সলঙ্গার গল্প *** গ্রুপ ফেসবুক বন্ধুদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে তার নিজ বাড়িতে এক বস্তা চাল, একটি শাড়ি,৩কেজি আলু, আড়াই কেজি পেঁয়াজ, দেড় কেজি ডাল, এক বোতল তেল,দুই কেজি লবণ পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র গ্রুপের চিফ এডমিন মোঃ শাহ আলম, এডমিন মোঃ হারুনর রশিদ ও মডারেটর সজীব আহমেদ জয়।
উল্লেখ্য যে, মরিয়ম চাচির স্বামী, সন্তান ও ভিটেমাটি নেই।তিনি প্রথমে দীর্ঘ বছর মানুষের বাড়ি বাড়ি কাজ করতেন।তারপর ভিক্ষা বৃত্তি করতেন।কিন্তু এখন তিনি অন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মরিয়ম চাচি *** প্রিয় সলঙ্গার গল্প *** গ্রুপের বাজার সামগ্রী পেয়ে আনন্দে কেঁদে ফেলেন। তিনি আল্লাহ তায়ালা কাছে সবার জন্য দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর