উর্মিলার আমন্ত্রণ গ্রহণ করলেন শাকিব

ঢালিউড সুপারস্টার শাকিব খান যেন সবার আরাধ্য। সিনেমা-বিজ্ঞাপন থেকে শুরু করে যেকোনো কর্মযজ্ঞে তার উপস্থিতি আয়োজনের রঙটা আরও বাড়িয়ে দেয়। বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন ছোটপর্দার অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। তাই তো নিমন্ত্রণ পাঠালেন কিং খানকে। তিনিও গ্রহণ করলেন সে নিমন্ত্রণ।
গণমাধ্যমকে উর্মিলা জানান, গত এক বছর ধরে উইমেন্স ক্লাব নামে এই বিউটি পার্লার পরিচালনা করছিলেন তিনি। সেটির নাম পরিবর্তন করে নতুন করে তিনি হাজির হচ্ছেন ‘গ্লোম্যাক্স’ নিয়ে। ২১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী ১১ নাম্বর রোডে অবস্থিত এই পার্লারটি উদ্বোধন করবেন শাকিব।
এ প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘শাকিব ভাই আমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি আমাদের শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন।’
এসময় বিউটি পার্লার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘বিউটি পার্লারগুলোতে গিয়ে আমার বরাবরই মনে হতো এই সেক্টরে কাজের অনেক সুযোগ আছে। তাই নতুনভাবে পার্লারটি শুরু করলাম।’