রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
পলাশবাড়ীতে টিসিবির পণ্যবাহী দুই অটো আটক, জনতার হাতে ধরা পড়ল এক অটো চালক।  ব্রাহ্মণবাড়িয়ার খাদলা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক পাচারকারি গ্রেপ্তার রৌমারীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ জাল বন্দোবস্তের কাগজ দিয়ে বাজার দখলের অভিযোগ। পঞ্চগড়ে পুশইন করা আটক নারী-শিশু সহ ২১ জনকে পরিবারের জিম্মায় ফেরত দিলো প্রশাসন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর প্রধান কার্যালয়ে দুই পক্ষের পৃথক কর্মসূচি পালন; কর্মচারীদের কর্মসূচীতে বাধার অভিযোগ ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নজরুল একাডেমির উদ্যোগ পরশুরামে কবি নজরুলের জন্ম জয়ন্তীতে নানা আয়োজন গাইবান্ধায় মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৫ অনুষ্ঠিত

বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ চায় : ট্রাম্পপুত্রের বিস্ফোরক অভিযোগ

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী সময়ে নেওয়া এক বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার খবরে ক্ষুব্ধ হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ট্রাম্প জুনিয়র বলেন, ‘মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নিশ্চিত করতে চায়, আমার বাবা শান্তি প্রতিষ্ঠার সুযোগ পাওয়ার আগেই তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে।’ বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি একে বিপজ্জনক এবং উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, বাইডেন প্রশাসন সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছে। আগে এই ধরনের পদক্ষেপ নিতে মার্কিন প্রশাসন সতর্ক ছিল, কারণ এটি রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

ফ্রান্সের জানিয়েছে, ফ্রান্স এবং যুক্তরাজ্যও একই পথে হেঁটে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ক্ষুব্ধ রাশিয়া কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। রুশ আইনপ্রণেতা আন্দ্রেই ক্লিসাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায়, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে।’

এদিকে বাইডেনের এই সিদ্ধান্তে মার্কিন রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যেও এ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ট্রাম্পপুত্রের বিস্ফোরক মন্তব্য এবং তার কড়া ভাষার সমালোচনা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, বাইডেনের এই পদক্ষেপ শুধু রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকেই নয়, বৈশ্বিক স্থিতিশীলতাকেও বিপন্ন করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর