সেরা ৩০–এ শেষ হলো মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশের যাত্রা

মিস্টার ওয়ার্ল্ডের ১১তম আসরে এ বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ বি প্রসাদ দাস। ৪ নভেম্বর ভিয়েতনামে শুরু মূল পর্ব।
বিশ্বের ৮০টি দেশের বিজয়ীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ৩০-এ আসেন তিনি। ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর ড্যানিয়েল মেজিয়া রোমেরিওর মাথায় ওঠে মিস্টার ওয়ার্ল্ডের মুকুট।
মিস্টার ওয়ার্ল্ডের ১১তম আসরে এ বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ বি প্রসাদ দাস। ৪ নভেম্বর ভিয়েতনামে শুরু মূল পর্ব।
বিশ্বের ৮০টি দেশের বিজয়ীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ৩০-এ আসেন তিনি। ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর ড্যানিয়েল মেজিয়া রোমেরিওর মাথায় ওঠে মিস্টার ওয়ার্ল্ডের মুকুট।
২৪ বছর বয়সী, ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ পড়াশোনা করছেন রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। পেশাদার মডেল পরিচয়ের পাশাপাশি বি প্রসাদ সার্টিফিকেটধারী ফিটনেস কোচ ও পুষ্টিবিদ।
মিস্টার ওয়ার্ল্ড ২০২৪–এর মঞ্চে বি প্রসাদ জানান, তিনি ‘মিশন ফিট বাংলাদেশ’–এর লক্ষ্যে কাজ করছেন। প্রসাদ বলেন, ‘একজন মানুষের ফিটনেস নির্ভর করে তাঁর স্বাস্থ্যকর পরিবেশের ওপর। তাই প্রত্যেক মানুষের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন স্বাস্থ্যকর বাংলাদেশ। আবার বিপরীতভাবেও বিষয়টা সত্যি। একজন স্বাস্থ্যসচেতন মানুষ স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে ভূমিকা রাখেন।’