মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি হামলার প্রতিবাদ কর্মসূচি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর–লুটের ঘটনায় ৪৯ জন গ্রেপ্তার ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বস্তা রিং জাল জব্দ আখাউড়ায় টয়লেটের খোলা গর্তে পড়ে শিশুর মৃত্যু ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ট্রেন থেকে নামতে গিয়ে আহত রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ নুরুল আলম ইসরায়েলের বিরুদ্ধে ছাত্র জনতা, উলামা সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমন্বিত বিক্ষোভ  বাংলাদেশের খবরে যুক্ত হলেন লিটন হোসাইন জিহাদ মুরাদনগরে গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শেরপুরে বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা !! তদন্তের নির্দেশ আদালতের

আবারও যেন রাজপথে নামতে পারি সেই লক্ষ্যে কাজ চলছে-সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
ফাইল ছবি

ছাত্র আন্দোলনের স্পিরিট ধরে রাখতে এবং সামনে কোনো সংকট তৈরি হলে ফের যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

রোববার (১ ডিসেম্বর) দুপুরের পঞ্চগড় সদর উপজেলায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে হটাতে তরুণ প্রজন্ম ২০২৪ এর গণঅভ্যুত্থানে যে স্পিরিট নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সেটা যেন থাকে, সামনে আবারও এমন সংকট তৈরি হলে তারা যেন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে পারে, এক সঙ্গে লড়াই করতে পারে, সেজন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করছি।

তিনি জানান, বিভিন্ন এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকদের সঙ্গে পরিচিত হচ্ছেন তারা। স্কুল-কলেজের অসংখ্য সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো জানা এবং সম্ভব হলে তাদের পক্ষ থেকে সহযোগিতা করা, সমস্যাগুলো দেশের সামনে তুলে ধরা। সারজিসরা মনে করেন, এগুলো তাদের দায়িত্ব।

সমন্বয়ক সারজিস আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়তে সিস্টেমগুলো সংস্কার জরুরি। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের প্রত্যেক জেলা-উপজেলায় এভাবে যাবো এবং আমাদের দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে কাজগুলো করবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর