মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত দুইজন

টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহরুখ আকন্দ নাবিল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।
নিহত নাবিল বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ঘাটাইল উপজেলার পাচটিকড়ী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে।
স্থানীয়রা জানায়, ভূঞাপুর থেকে তিন বন্ধু নাবিল, লিমন ও রবিন প্রাইভেট পড়তে মোটরসাইকেলে পাথাইলকান্দি বাজারে যাচ্ছিল। সকাল ৯টার দিকে গোবিন্দাসী এলাকায় পৌঁছলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাবিল নিহত হয়। গুরুতর আহত হয় লিমন ও রবিন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বেপরোয়া গতি ছিল মোটরসাইকেলটির। সেতু থেকে ছেড়ে আসা অটোরিকশাটির সামনের চাকার সঙ্গে মোটরসাইকেলটি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।