শিরোনাম
কুমিল্লায় বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুই যুবকের মরদেহে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মরদের পাশে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকার দোয়াইজলা নামের বিলে ফসলি জমির পাশ থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- দেবিদ্বারের জাফরগঞ্জ এলাকার মনিরুল ইসলাম ও খাগড়াছড়ির রামগঞ্জ এলাকার মোহন মিয়া। তারা দু’জনই ইন্টারনেট ও ডিস বিল তোলা, সংযোগ ও মেরামতের কাজ করতেন।
দুই যুবক কীভাবে মারা গেছেন তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারছে না পুলিশ।
কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দেবীদ্বার সার্কেল) মো. শাহিন বলেন, “ ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর