সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

ভারতকে গুঁড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার সেরা বাংলাদেশ

খেলাধুলা
প্রকাশিত হয়েছে : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
এশিয়া কাপে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ © সংগৃহীত

ভারতকে ৫৯ রানে হারিয়ে যুব এশিয়া কাপে ফের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি ভালো কিছু উপহার দিতে পারেননি। ৪৯.১ ওভারে ১৯৮ রান করে অলআউট হয়ে যায়।

জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে কোনঠাসা হয়ে যায় ভারতও। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হলো ভারতীয় যুব ক্রিকেট দল এবং সে সঙ্গে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের যুবারা।

২০২৩ সালে এই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ ক্রিকেটে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলদেশ।

এবছর যুব এশিয়া কাপের ১১তম সংস্করণ অনুষ্ঠিত হয়ছে। আগের ১০ বারের মধ্যে ভারত এককভাবে চ্যাম্পিয়ন হয়েছে ৭ বার। বাংলাদেশ দুইবার এ খেতাব জিতল। ভারতীয় দল এককভাবে খেতাব জেতে ১৯৮৯, ২০০৩, ২০২৩-১৪, ২০১৬, ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে।

মাঝে ২০১২ সালে পাকিস্তানের সঙ্গে ফাইনাল ম্যাচ টাই হওয়ায় ভারত যুগ্মজয়ী ঘোষিত হয় দু’দল। অন্যদিকে, সর্বশেষ দুই সংস্করণ অর্থাৎ, ২০২৩ ও ২০২৪ সালে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর