গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা- মেয়ের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে শিশুসন্তান কোলে নিয়ে এক মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পথে মারা গেছে কন্যা শিশুটিও।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তরে পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার টাঙাবর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী নাসরিন আক্তার ও তাঁর ১১ মাস বয়সী শিশু রওজাতুল জান্নাত। নাসরিন আক্তার স্বামীর সঙ্গে শ্রীপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায় , নিহত ওই গৃহবধূ সকাল থেকে সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে একটি আম গাছের নিচে বসে ছিলো। দীর্ঘ সময় মোবাইলে কয়েক দফা কথাবার্তা বলে কান্নাকাটি করছিলেন তিনি। কিছুক্ষণ পর মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন আসলে তার সাথে থাকা শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান ওই গৃহবধূ । এতে শিশুকন্যা ট্রেনের সঙ্গে আঘাত পেয়ে দূরে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকন্যাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এরপর চিকিৎসক দ্রুত তাকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান। হাসপাতালে নেয়ার পথে শিশুটিও মারা যায় ।