দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল : আসিফ নজরুল

বিগত সরকারের আমলে দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি এক্সসেপটেড নর্মে পরিণত হয়েছিল। অবৈধ টাকা নিয়ে গর্ব করত দুর্নীতিবাজরা। কেন হয়েছিল, কারণ দুর্নীতির বিচার হতো না। দুর্নীতি যে এত খারাপ তা ভাবা হতো না। বিচার হতো খালেদা জিয়ার। খালেদা জিয়া ৩ কোটি টাকা একটা জায়গায় রেখেছিল, ১টা টাকাও তিনি খরচ করে নাই। সেই অপরাধে তাকে দশ বছর জেলে দিয়েছিল। দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল।
তিনি আরও বলেন, কমিশন যাওয়ার আগে বিগত সরকারের দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধানের অনুমোদন দিয়ে গেছে। এখন আপনারা তদন্ত করে দেখান তাদের দ্বারা আপনাদের অন্তর কলুষিত হয়নি। ভালো পরিবেশ পেলে আপনারাও কাজ করতে পারেন।
তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। আবার শেখ রেহানার ক্যশিয়ার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর একজন পিয়নও ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন। আবার এটি নির্লজ্জভাবে সাবেক প্রধানমন্ত্রী জনসমক্ষে বলেন।
তিনি প্রশ্ন করে বলেন, পৃথিবীতে আর কোনো দেশ আছে যেখানে প্রতি বছর ধারাবাহিকভাবে বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়? এবং বলে দেওয়া হয় এ বিষয়ে দুদক কোনো প্রশ্ন করতে পারবে না।
এ ছাড়া তিনি আরও বলেন, দুদক একা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি আমরা একটা আদর্শ কমিশন পেয়ে যাই। স্বপ্নের কথা বলছি। পেলেও দুদক দায়িত্ব পালন করতে পারবে না যতদিন না আমাদের আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ও রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন না হয়।