শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
অপেক্ষা বাড়ল বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের মাগুরা মেডিকেল কলেজ বন্ধের গুজব উড়িয়ে দিলেন শফিকুল আলম শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা। নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক  বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ

‘এই জয় গোটা সিরিয়াবাসীর জয়’, প্রথম ভাষণে জুলানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত হয়েছে : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

সিরিয়া থেকে বাশার আল আসাদকে হটিয়ে প্রথমবারের মতো মসজিদে ভাষণ দিয়েছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মেদ আল জুলানি। তিনি বলেন, এই জয় গোটা সিরিয়াবাসীর জয়।

দেশটির দুই যুগের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। আসাদ পালিয়েছেন বলে জানিয়েছে রাশিয়া ও তুরস্ক। তবে তিনি কোন দেশে গেছেন তা জানা যায়নি।

ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মেদ আল জুলানি রাজধানী দামেস্কের উমায়েদ মসজিদে ভাষণে দেওয়া বক্তব্যে বলেছেন, এ জয় সব সিরিয়ানদের জয়। আসাদ সরকার হাজারো সাধারণ নিরীহ মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে। আমরা বৈধভাবে লড়াই করে বিজয় অর্জন করেছি।

এ জয়ের জন্য সবাইকে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানোর আহ্বান করেছেন জুলানি। তিনি বলেন, সৃষ্টিকর্তা কখনো নিরাশ করেন না। এ জয় সব সিরিয়াবাসীর জয়।

 

 

এর আগে রাজধানী দামেস্কে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতোমধ্যে বিকাল চারটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ১৩ ঘণ্টার কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)। এই গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ জুলানি বলেছেন, নতুন সরকার গঠনের আগপর্যন্ত সরকারের সব বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন আসাদ সরকারেরই প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল জালালি।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকরা মনে করছেন, দ্রুতই সরকার গঠন করে সরকারি শূন্যতা পূরণ করবে ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠী।

সিরিয়া রাষ্ট্রপতিশাসিত একটি দেশ। তবে দেশটিকে কিভাবে শাসন করবে আইএসআইএস ও আল-কায়েদাঘেঁষা এই গোষ্ঠী তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ব্রাসেলসভিত্তিক থিংট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক বলেন, নতুন সরকার যেমনই হোক। তাদের সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দেশটিতে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ থাকার কারণে নানা বাধার মুখে পড়তে হতে পারে ক্ষমতা গ্রহণকারীদের।

বিদ্রোহী এ গোষ্ঠী ইতোমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওসহ সব প্রতিষ্ঠান দখলে নিয়েছে। টিভিতে সর্বপ্রথম খবরে প্রচার করা হয়েছে, স্বৈরাচার বাশার আল আসাদের কবল থেকে দেশকে মুক্ত করা হয়েছে।

হায়াত তাহরির আল শামের নেতা সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিবৃতি দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আবু মোহাম্মদ আল-জুলানি বলেছেন, পেছনে ফেরার কোনো জায়গা নেই। ভবিষ্যৎ আমাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর