সাবেক আইনমন্ত্রীর বিশেষ বার্তা!

সাবেক আইনমন্ত্রী তথা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকের পক্ষ থেকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আখাউড়া উপজেলা আওয়ামী লীগ’ নামে ফেসবুক আইডি থেকে শুক্রবার এ বার্তা দেওয়া হয়।
সুদিন শিগগরিই ফিরে আসবে বলে ওই লেখায় উল্লেখ করা হয়। এসব বার্তার নিচে লেখা হয় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের নাম লেখা। এটি শুক্রবার সন্ধ্যার পর পোস্ট করা হয়।
অবশ্য আইডিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর মোবাইল ফোন নম্বর লেখা আছে। আইডিটি ২০২২ সালের ২৪ মার্চ খোলা হয় বলে উল্লেখ আছে। একাধিক ‘এডমিন’ এটি পরিচালনা করেন বলে উল্লেখ আছে। এটিতে ২ আগস্টের পর স্থানীয় আওয়ামী লীগের বিষয়ে কোনো পোস্ট দেওয়া হয়নি।
স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল ও তার পরামর্শদাতা হিসেবে আলোচিত ব্যাংক কর্মকর্তা এ আইডি পরিচালনা করতেন। মূলত ব্যাংক কর্মকর্তাই এটাতে বিভিন্ন পোস্ট দিতেন। ৫ আগস্ট পর থেকে সাবেক মেয়র ও আওয়ামী নেতা যিনি আনিসুল হকের ঘনিষ্টজন হিসেবে পরিচিত সেই তাকজিল খলিফা কাজল পালিয়ে বেড়াচ্ছেন। তিনি অবৈধভাবে ভারতের ত্রিপুরায় বসবাস করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে ওই ব্যাংক কর্মকর্তা নিজ এলাকা থেকে দলি হয়ে ঢাকায় কর্মরত আছেন। তিনিও প্রায় তিন মাস ধরে বাড়ি আসছেন না। তবে তাকজিল খলিফা ও ব্যাংক কর্মকর্তার মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে।
তাকজিল খলিফার নাম উল্লেখ করে ফেসবুকে লেখা হয়, জেলে থাকা অ্যাডভোকেট আনিসুল হক যখনই সুযোগ পাচ্ছেন, দলীয় নেতাকর্মী এবং কসবা ও আখাউড়াবাসীর খোঁজ খবর নিচ্ছেন।
যারা মিথ্যা মামলায় জেলে আছেন আনিসুল হক তাদের পরিবারের খোঁজ খবর রাখার নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী সিরাজুল হক অ্যাসোসিয়েট থেকে তাদেরকে আইনী সহযোগিতা দেওয়া হবে।