বিজয় দিবসে গানের ব্যস্ততায় মিলা

দেশের জনপ্রিয় পপতারকা মিলা ইসলাম। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন দেশের শীর্ষ পারফর্মার হিসেবে। এ দেশের ব্যান্ড সংগীতে নারীদের মধ্যে যারা মঞ্চ মাতিয়ে শ্রোতামহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের মধ্যে মিলার নামটি শুরুতেই থাকবে। একসময় তার কণ্ঠে মাতোয়ারা থাকতেন দেশের সংগীতপ্রেমীরা।
তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে সংগীত তথা সাংস্কৃতিক অঙ্গনের কাজের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল এ গায়িকার। কিন্তু এখন ফের শুরু হয়েছে কাজ। সেইসঙ্গে ব্যস্ত হচ্ছেন মিলাও।
সম্প্রতি মিলা অতিথি বিচারকের দায়িত্ব পালন করেছেন একটি সংগীত প্রতিযোগিতায়।
কেজ নামের এই প্ল্যাটফর্মের এ কাজটি বেশ উপভোগ করেছেন বলে জানালেন তিনি। শুধু তাই নয়, সম্প্রতি তিনি সেরা নারী রকস্টার হিসেবে পুরস্কার পেয়েছেন সেভি থেকে। অ্যাওয়ার্ড তার হাতে তুলে দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও ডিজাইনার বিবি রাসেল।
এদিকে গতকাল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মিলা।
১৪ই ডিসেম্বর নিউ সাউথ ওয়েলসের বিজয় দিবসের একটি কনসার্টে গাইবেন তিনি। অস্ট্রেলিয়ার শো শেষ করে পরদিনই দেশে ফিরবেন মিলা। আর ১৬ই ডিসেম্বর অংশ নেবেন ঢাকার বিজয় দিবসের কনসার্টে।
মিলা বলেন, ‘চলতি ডিসেম্বরে এসে সত্যিই অনেক ব্যস্ততা যাচ্ছে। দেশ-বিদেশের কনসার্ট, অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশ নিচ্ছি।
পাশাপাশি অতিথি বিচারক হিসেবেও কাজ করলাম কেজ এর। খুব ভালো লেগেছে।’
মিলা আরো জানালেন, দ্রুতই নতুন গান নিয়ে হাজির হবেন। এ প্রসঙ্গে গায়িকা বলেন, ‘এ মাস পুরোটাই কাটবে শো নিয়ে। ১৪ ও ১৬ ছাড়াও বিজয় দিবসের আরও কিছু শো রয়েছে। আর নতুন বছরে নতুন গান আশা করছি শ্রোতাদের উপহার দিতে পারবো।’