শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর মায়ের দোয়ায় মোড়ানো এক দূর দেশের যাত্রা সরিষাবাড়ীতে শিক্ষার্থীকে ধর্ষণ, মৃত সন্তান প্রসব, ধর্ষক গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ি পৌর শাখার উদ্যোগে দাওয়াতি গণসংযোগ আত্রাইয়ে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সুধী সমাবেশ ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার : তৌহিদ সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের প্রতারক আওয়ামী লীগ নেতার শাস্তির দাবীতে মানববন্ধন নাসিরনগরে দুই কেজি গাঁজা ও মোটর সাইকেল সহ মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুকে টঙ্গীতে জবাই করে হত্যা

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫৮ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক, আখাউড়া
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫৮ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ।। বাংলার সংবাদ
ছবিঃ বাংলার সংবাদ

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৫৭,৬৩,৮৯০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে।
সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত হতে বড়জ্বালা, খারেরা, শংকুচাইল, শশীদল ও সালদানদী বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে মঈনপুর, ঘাগুটিয়া ও আখাউড়া বিওপি কর্তৃক ১৭ ডিসেম্বর ২০২৪ হতে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫৭,৬৩,৮৯০/- (সাতান্ন লক্ষ তেষট্টি হাজার আটশ নব্বই) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হইয়াছে। মালামালের মধ্যে রয়েছে, অয়েনমেন্ট ক্রিম ২৭০ পিস, বাঁজি ১০১৪৫২ পিস, মুভ স্প্রে ৬৫ পিস, চকলেট ৪২১২ পিস, কিসমিস ৪৫ কেজি, চিনি ২২২৫ কেজি, ফুচকা ৮৬ কেজি, কম্বল ০২ টি, শাল চাদর ২২ পিস, চাউল ৫৩৫ কেজি, হুইস্কি ১১৯ বোতল, বিয়ার ০২ বোতল, গাঁজা ২২ কেজি, ইস্কফ সিরাপ ২২ বোতল।

এছাড়াও অন্যান্য ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা এবং মাদকদ্রব্যসমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে। তিনি আরও জানিয়েছেন, সীমান্তে বিজিবি মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর