শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
অপেক্ষা বাড়ল বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের মাগুরা মেডিকেল কলেজ বন্ধের গুজব উড়িয়ে দিলেন শফিকুল আলম শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা। নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক  বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ

কসবায় সাংবাদিক মো. শাহ আলম চৌধুরী আর নেই । জানাজা শেষে শাহপুর পারিবারিক কবরস্থানে দাফন।

বাদল আহাম্মদ খান, নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
কসবায় সাংবাদিক মো. শাহ আলম চৌধুরী আর নেই । জানাজা শেষে শাহপুর পারিবারিক কবরস্থানে দাফন।
কসবায় সাংবাদিক মো. শাহ আলম চৌধুরী আর নেই । জানাজা শেষে শাহপুর পারিবারিক কবরস্থানে দাফন।

ব্রাহ্মনবাড়িয়ার কসবায় বৃহম্পতিবার রাত আনুমানিক ৪টায় কসবা সদর শীতল পাড়া ভাড়া বাসায় মারা যান সাংবাদিক শাহ আলম চৌধুরী ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । তিনি দীর্ঘ দিন চিকিৎসা শেষে অসুস্থ হয়ে ভাড়া বাসা কসবা শীতল পাড়ায় অবস্থান করেছিলেন।

কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর হাত ধরে সাংবাদিকতা পেশায় আগমন করেছিলেন তিনি। স্থানীয় অগ্নিবাণী পত্রিকায় দিয়ে যাত্রা শুরু করেছিলেন। পরে দৈনিক আজকের কাগজ পরিশেষে দৈনিক যায় যায় দিন পত্রিকায় কসবা উপজেলা প্রতিনিধি হিসেবে মৃত্যুর আগ পযন্ত কাজ করেছেন। এছাড়াও তিনি কসবা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

শাহ আলম চৌধুরীর পৈতৃক বাড়ি কসবা পৌর এলাকার শাহ পুর গ্রামে। পারিবারিক জীবনে শাহ আলম চৌধুরীর স্ত্রী ও তিন পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। আজ ২৫ ডিসেম্বর ২০২৪ ইং বুধবার জোহর বাদ কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে প্রথম জানাজা এবং গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আব্দুল হান্নান জানামাজ পরিচালনা করেন। পরিশেষে পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে কসবা উপজেলা প্রশাসন,কসবা থানা পুলিশ প্রশাসন, কসবা উপজেলা প্রেসক্লাব, কসবা টিভি ও অপরাধ পত্র পরিবার,কসবা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক সহ সমবেদনা জ্ঞাপন করেছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ ‌গ্ৰহণ করে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। কসবা প্রেসক্লাবের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর