শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

রাশমিকার স্বপ্নের নায়কের যেসব গুণ থাকতে হবে

অনলাইন ডেক্স
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
রাশমিকার স্বপ্নের নায়কের যেসব গুণ থাকতে হবে । সংগৃহীত ছবি

রূপালি পর্দায় রাশমিকা মান্দানার নায়কেরা একটু অন্যরকম। ‘পুষ্পা’-এ তার স্বামী পুষ্পা রাজ লাল চন্দনের স্মাগলার। ‘অ্যানিম্যাল’ সিনেমাতে রাশ্মিকার নায়ক রণবীর কাপুরের চরিত্রে জন্তুতুল্য বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন পরিচালক।

কিন্তু রাশমিকার স্বপ্নের নায়ক আসলে কেমন হবে, নিজের জীবনে যাকে নায়কের মর্যাদা দেবেন অভিনেত্রী, তার মধ্যে কী কী গুণ থাকা দরকার? এমন প্রশ্নের জবাবে রাশমিকা বলেছেন, ‘জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার সঙ্গে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন আমি নিরাপদ বোধ করি।’

অবশ্য রাশ্মিকার চাহিদার তালিকা সেখানেই শেষ হচ্ছে না। এই চিত্রনায়িকা যোগ করেন, ‘তিনি যে-ই হোন, তার মনে দয়া-মায়া থাকতে হবে। আর থাকতে হবে আমার প্রতি সম্মান। সম্পর্কে যত্ন থাকাটা আমার কাছে অত্যন্ত জরুরি। তার সঙ্গে থাকলে আমি যেন নিরাপদ বোধ করি।’

‘যেকোনো সম্পর্কে ভালবাসার পাশাপাশি, যত্ন, সম্মান ও সঙ্গীর প্রতি নিবেদিত হওয়ার যে আবেগ তা আমার মধ্যে স্বাভাবিকভাবেই আসে। আমি চাই আমার সঙ্গীর মধ্যেও তা থাকুক। সহানুভূতিশীল মন না থাকলে তার সঙ্গে পথ চলা মুশকিল’-বলেন রাশমিকা।

সম্প্রতি দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রাশমিকার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও প্রকাশ্যে দু’জনের কেউই সম্পর্কের কথা শিকার করেননি। দক্ষিণের কমবয়সি ভক্ত-অনুরাগীদের মনে ঢেউ তোলা বিজয় এখন রাশমিকার সঙ্গেই সময় কাটাচ্ছেন। ফটোগ্রাফারদের লেন্সে বহুবার ধরাও পড়েছে দু’জনের একান্তে সময় কাটানোর ছবি। এর মধ্যেই জীবনসঙ্গীর থেকে তার চাহিদা কী, এ নিয়ে কথা বলেছেন এই দক্ষিণী অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর