সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সনদসহ স্মার্ট কার্ড বিতরণ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সনদসহ স্মার্ট কার্ড বিতরণ কর হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে উপজেলা মিনি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ, সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী শাহাদত হোসেন ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সুকুমার চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানে ৯১জন মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারকে শুধু সনদ এবং ১২২ জন বীর মুক্তিযোদ্ধাকে সনদসহ স্মার্ট কার্ড তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি।