ফরিদপুরে নিখোঁজের ৪ দিন পর বন্ধুর বাড়ির মাটির নিচ থেকে বস্তাবন্দী অবস্থায় এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে ফরিদপুর পৌরসভার চুনাঘাটা মডেল টাউন এলাকার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিকশাচালকের নাম হালিম শেখ। গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। হালিম শহরের আলীপুর মহল্লার আব্দুল রব শেখের ছেলে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, গত ৩১ ডিসেম্বর আলিপুর এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন হালিম। এরপর থেকে হালিমকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় হালিমের পরিবার গত ৩ জানুয়ারি কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।
এদিকে, হালিমকে অনেকেই চুনাঘাটা মডেল টাউন এলাকার মোখলেসুর রহমানের বাসার ভাড়াটিয়া রিকশাচালক রনি মোল্লার সঙ্গে ঘোরাফেরা করতে দেখেছেন জানালে পরিবারের লোকজন ও স্থানীয়রা রনির ভাড়া বাসায় এসে একটি ঘরের মধ্যে রিকশাটি দেখতে পায়। ওই ঘরের পেছনে আলগা মাটি দেখতে পাওয়ায় তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলগা মাটি সরিয়ে সেখান থেকে হালিমের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে।
পুলিশ সুপার আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আসামিকে ধরতে চেষ্টা চলছে।