শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম: মুরাদনগরে বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইদ্রিস গ্রেপ্তার বিএনপির এমপির পিএস যোগ দিলেন জামায়াতে ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের

ব্রহ্মপুত্রের ওপর বাঁধ নির্মাণ করছে চীন, প্রতিক্রিয়া জানাল ভারত

অনলাইন ডেক্স
প্রকাশিত হয়েছে : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
ব্রহ্মপুত্রের ওপর বাঁধ নির্মাণ করছে চীন, প্রতিক্রিয়া জানাল ভারত । সংগৃহীত ছবি

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর একটি বাঁধ নির্মাণ করতে যাচ্ছে চীন। ইয়ারলুং সাংপো নদীটি ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। এই নদীর ওপর বাঁধ নির্মাণ প্রকল্পের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, গত ২৫ ডিসেম্বর ব্রহ্মপুত্র নদীর ওপর নির্মিত প্রকল্প সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। এরপর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ার।

গতকাল শুক্রবার রণধীর জয়সওয়াল বলেন, ‘গত ২৫ ডিসেম্বর সিনহুয়ায় প্রকাশিত ইয়ারলুং সাংপো নদীর ওপর জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কিত প্রদিবেদনটি আমরা দেখেছি। ভাটিতে থাকা দেশ হিসেবে এই নদীর পানির ওপর আমাদের অধিকার রয়েছে এবং এ ব্যাপারে আমরা আমাদের মতামত ও উদ্বেগ ধারাবাহিকভাবে প্রকাশ করে আসছি। সর্বশেষ সিনহুয়ায় প্রতিবেদন প্রকাশের পরেও আমরা চীনের মেগা প্রকল্পের স্বচ্ছতা ও ভাটির দেশগুলোর সঙ্গে পরামর্শের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছি।’

জয়সওয়ার আরও বলেন, ‘উজানে থাকা দেশের কার্যকলাপের কারণে ভাটির দেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার জন্য চীনকে আহ্বান জানানো হয়েছে। আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য নজরদারি চালিয়ে যাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখব।’

ডিসেম্বরের শেষ সপ্তাহে এই বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেয় চীন সরকার। বাঁধটি ইয়ারলুন সাংপো নদীর ভাটিতে নির্মাণ করা হবে। ২০২০ সালে পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না বলেছিল, এই প্রকল্প থেকে বছরে ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর