শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

অবশেষে বিয়ে করছেন তাহসান

অনলাইন ডেক্স
প্রকাশিত হয়েছে : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
অবশেষে বিয়ে করছেন তাহসান । সংগৃহীত ছবি

তরুণ প্রজন্মের অন্যতম আইডল তাহসান খান। পরিচয়ের যেন শেষ নেই তার। ক্যারিয়ারের শুরুটা করেছিলেন ব্ল্যাক ব্যান্ডে গান দিয়ে। এরপর একে একে অভিনয়ে, উপস্থাপনা, শিক্ষকতাসহ অনেক পেশার সঙ্গে জড়িয়ে আছে তার নাম। দাম্পত্য জীবনেও ছিলেন অসাধারণ একজন মানুষ তবে প্রাক্তন স্ত্রী মিথিলা আলাদা থাকায় বোধহয় তৃপ্তি পেয়েছিলেন৷

তাহসানের সোনার সংসার শেষ করে দাদাদের দেশে পাড়ি জমিয়েছেন। এদিকে সেই থেকে তাহসান ছিলেন একাকী। তবে শেষ একাকীত্বের ছায়া ছিন্ন করে অবশেষে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় এই গায়ক-অভিনেতা।

নতুন বছরের শুরুতেই এমন মিষ্টি সংবাদ নিঃসন্দেহে চমকে দিয়েছে তাহসানের ভক্ত-অনুরাগীদের। জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান। সংবাদটি তাহসান নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তবে কোনো রকমের পূবার্ভাস ও গুঞ্জন না থাকায় তাহসানের ভক্তরা অনেকটা ভ্যাবাচ্যাকা খেয়েই গেছেন।

তাছাড়াও, আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাহসান ও রোজার বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। বিশেষ করে, রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা।

ভাইরাল হওয়া শেষ ছবি দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘অবশেষে চাঁদ খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই।’
অন্য একজন লিখেছেন, ‘তাহসানের জন্য অত্যন্ত খুশি, অবশেষে উপযুক্ত কাউকেই খুঁজে পেলেন আমাদের তাহসান।’

অভিনেতা তার নতুন স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান।

তাছাড়াও জানা যায়, দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। সোশ্যাল মিডিয়ায় তার রয়েছে অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর