শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ৩৫ লাখ মানুষ

অনলাইন ডেক্স
প্রকাশিত হয়েছে : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ৩৫ লাখ মানুষ । সংগৃহীত ছবি

মিয়ানমারে চলমান সংঘাতের জেরে বাস্তুচ্যুত হয়েছে ৩৫ লাখের বেশি মানুষ, যা ২০২৩ সালের তুলনায় ১৫ লাখ বেশি। শুক্রবার উদ্বেগজনক এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। এসময় মিয়ানমারের মানবিক সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি সরকারের কাছ থেকে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই অস্থিরতা চলছে সেখানে। মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে সশস্ত্র লড়াই শুরু করে বিদ্রোহীরা। ২০২৪ সালে তা তীব্র আকার নেয়।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে, মিয়ানমারের সংঘাত সীমান্ত থেকে দেশব্যাপী বেশির ভাগ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে নিরাপত্তার সন্ধানে এবং মৌলিক চাহিদা মেটানোর জন্য রেকর্ডসংখ্যক লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরা বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

ওসিএইচএর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করা হয়। এ হার দেশটির ৫ কোটি ৭০ লাখ জনসংখ্যার প্রায় ৬ শতাংশ। দেশটির বিভিন্ন এলাকাতেই বাস্তুচ্যুতির এ ঘটনা ঘটেছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ শিশু।

২০২৫ সালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংঘাত, বিপর্যয়, মহামারি, ব্যাপক বিস্ফোরক, অস্ত্র ও অর্থনৈতিক পতনের কারণে মিয়ানমারে অভূতপূর্ব মানবিক সংকট দেখা দিতে পারে। এ বছর ১ কোটি ৯৯ লাখ মানুষের, অর্থাৎ এক-তৃতীয়াংশ জনগণের জন্য মানবিক সহায়তার প্রয়োজন হবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর