বাংলাদেশে আসছেন কাবার সাবেক ইমাম ড. বুখারি

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি। আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আমন্ত্রণে, মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানির আহ্বানে ৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন ড. বুখারি।
এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানি। তিনি বলেন, সফরের প্রথম দিন ১৭ জানুয়ারি ফেনীর রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদ্রাসার দশম আন্তর্জাতিক সম্মেলনে জুমার নামাজের ইমামতি করবেন। জুমার নামাজের পর, তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে জাতীয় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করবেন।
জানা গেছে, আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, সৌদি আরব, মিসর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশ্ববরেণ্য কারিগণ অংশগ্রহণ করবেন। এ ছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।