আখাউড়ায় হযরত খাজা পান্ডব আলী শাহ্ (রহঃ) এর বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাজা হাজী ফকির পান্ডব আলী শাহ্ (রহঃ) এর ২দিন ব্যাপী ২৫তম বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত হয়েছে। সোমবার তার নিজ পৌত্রিক এলাকা উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল ফুটবল খেলার মাঠে সারারাত ব্যাপী ওরশ মোবারক উপলক্ষে বাউল গান পরিবেশন করা হয়। ওরশ মোবারকের ১ম দিন মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ওরশ মোবারকে সভাপতিত্ব করেন, টানমান্দাইল গ্রামের বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ নাছির উদ্দীন ভুইয়া, এতে সহ-সভাপতি ছিলেন, বীর মক্তিযোদ্ধা হাজী মোঃ গাজীউর রহমান ভুঁইয়া। মোঃ রহিজ উদ্দিন ভুইয়া, মীর মোঃ আব্দুল হান্নান ও হুমায়ুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা গাজালা পারভীন রুহি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল ইসলাম চৌধুরী বিল্লাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আওয়াল বি.এ; সাবেক মেম্বার মোঃ হুমায়ুন কবির, ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জালাল সরকার, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ মেম্বার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল সরকার, টানমান্দাইল রেজভিয়া দরবার শরীফের পরিচালক মোঃ কবির হোসেন রেজভী, হাজী আলী আকবর দরবার শরীফের পরিচালক মোঃ সিরাজ মোল্লা সহ আরো অনেকে। অনুষ্ঠানে টানমান্দাইল গ্রামবাসীর পক্ষে সার্বিক পরিচালনায় ছিলেন, মোঃ জামাল মিয়া উত্তর পাড়া।
ওরশ মোবারকে শানে মুর্শিদী, ভক্তি মূলক ও বাউল গান পরিবেশন করেন, দেশের খ্যাতনামা বাউল শিল্পী খাদিজা ভান্ডারী ও জহির পাগলা। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার ব্যাক্তিবর্গ সারারাত ব্যাপী বাউল গান শ্রবণ করেন।