ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী যুবআন্দোলনের কমিটি গঠন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব সম্মেলন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শাহ মোহাম্মদুল্লাহকে সভাপতি, আল-মামুনকে সহ-সভাপতি ও মোহাম্মদ আল-আমিন হোসাইনীকে সাধারন সম্পাদক করে ২০২৫-২০২৬ সালের জন্য কমিটি ঘোষণা করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ মোরশেদুল আলম। সংগঠনের জেলা সভাপতি আশরাফুল ইসলাম বিল্লালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, দীনি সংগঠনের জেলা ছদর সৈয়দ আনোয়ার আহমদ ও ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসাইনীর সঞ্চালনায় সম্মেলনে তিন দফা ঘোষণাপত্র পাঠ করেন যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি শাহ্ মোহাম্মদুল্লাহ।