সরাইলে পুলিশ পরিচয়ে নাজেহাল, গ্রেপ্তার ৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশ পরিচয়ে নাজেহাল করার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের সহযোগি হিসেবে আরো ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুই ভুয়া পুুলিশ হচ্ছে, উপজেলা পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মো. রাসেল (২২) ও নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের মো. রাসেল মিয়া (২৪)। অন্যরা হলেন, জয়ধরকান্দি গ্রামের দুলাল মিয়া (৪৫), মানজু মিয়া(৪৮), সোহেল মিয়া (৩০), ইশা মিয়া (৪৮). আল ইমরান (২২) ও নান্নু মিয়া (৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জায়গা-সম্পত্তি নিয়ে কয়েক মাস ধরে জয়দরকান্দি গ্রামের দুলাল মিয়ার সঙ্গে একই গ্রামের আবদুর রহমানের বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা চলমান। শনিবার রাত ৮টার দিকে মো. রাসেলের নেতৃত্বে তিনটি মোটর সাইকেলে করে ছয় যুবক জয়দরকান্দি গ্রামে যান। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে প্রতিপক্ষের নারী-পুরুষকে নাজেহাল করতে থাকে। এক পর্যায়ে পুলিশ পরিচয় দেয়া যুবকদের আচরণে গ্রামবাসীর সন্দেহ হয়। পরে গ্রামবাসী তাদের আটক করে মারধর করে। খবর পেয়ে সরাইল থানার পুলিশ জয়দরকান্দি গ্রামে গিয়ে ওই দুই ভুয়া পুলিশসহ মোট আটজনকে গ্রেপ্তার করে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ পরিচয় দেওয়া দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারাসহ বাকিদেরকে রবিবার আদালতে পাঠানো হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।