শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কোটি টাকার ইয়াবা লুট করেছে কক্সবাজারে,নৈপথ্যে ছদ্মবেশী রবিউল! আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা বাজার পরিষ্কার পরিছন্নতা ও ড্রেনের কাজ চলমান মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৬ মাসের শিশু বাচ্চা স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর

৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহবান হুমাম কাদেরের

এম. মতিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
প্রকাশিত হয়েছে : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহবান হুমাম কাদেরের
৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহবান হুমাম কাদেরের

আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। তাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে এবং ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহবান জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৬ রাঙ্গুনিয়া আসনের সম্ভ্যাব্য এমপি প্রার্থী হুমাম কাদের চৌধুরী।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলার কোদলা ইউনিয়নের বিভিন্ন হাট বাজার এবং পথ সভায় তিনি এসব কথা বলেন।

বিভিন্ন পথ সভায় তিনি তারেক রহমানের ৩১ দফার গুরুত্বপূর্ণ দিক গুলো জনগনের কাছে তুলে ধরে বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে এবং রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আসুন আমরা সকলে মিলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করি।

সন্ধ্যায় তিনি কোদলা আজিজিয়া কাশেমুল উলুম মাদ্রাসা মাঠে আয়োজিত পথ সভায় কোদলাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের এখানে আসতে দেরি হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। আসার পথে যেখানেই নামছি, যে বাজারে পার করিনা কেন। দেখছি শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। কথা বলতে চায়, মনের মধ্যে যে ব্যাথা আছে, সেগুলো শেয়ার করতে চায়। গত ১৬ বছরে আপনাদের উপর কতটুকু অত্যাচার হয়েছে তার অনেকগুলো ঘটনার বর্ণনা শুনলাম৷ প্রতিটি মানুষের উপরে যে অত্যাচার, নির্যাতন চলেছে তা আমরা মানুষ হিসেবে হয়তো মাফ করতে পারি, কিন্তু আল্লাহ মাফ করবেন না।

তিনি আরও বলেন, আমার বাবা যখন রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি থেকে নির্বাচন করেন। রাউজানের অংশটা এ মাদ্রাসা থেকেই শুরু করতেন। আজ যদি মাওলানা আহমদুর রহমান (রাহি:) ওজুরের মতো ভাল মানুষ আমার পাশে থাকতেন, আমার রাজনীতি করাটা সহজ হতো। আশা করছি কোদলার মানুষের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি। আগামীতেও যদি এভাবে ভালবাসা পাই, তাহলে কেউ আমাকে হারাতে পারবে না

মো. সামশুল আলমের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক মো. মহসিনের সঞ্চালনায় পথ সভায় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য মুহাম্মদ শওকত আলী নুর, জাহাঙ্গীর আলম চৌধুরী, হাজী ইলিয়াস সিকদার, ওয়াকিল আহমদ, ইউসুফ চৌধুরী,
বেলাল উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, মসিউদ্দৌল্লা, নসু, জাহাঙ্গীর এলাহি, আবুল হাসেম, আনছুর উদ্দীন, মাসুদ চৌধুরী, ইউসুফ সিকদার, আবু বক্কর, হেলাল আহমেদ, আবুল বয়ান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর