মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে ক্রমেই বেড়ে চলেছে বেকারত্ব সমস্যা, অন্ন-রুটি-রুজির তাগিদে ইজিবাইক-রিকশা চালাচ্ছেন অনেকেই জিআই পণ্যের নিবন্ধন পেলো বদলগাছীর বিখ্যাত আম “নাক ফজলি” রৌমারীতে ৬২ পিস এবং বিক্রয় ৪০১০ টাকা সহ এক মাদক কারবারি আটক পঞ্চগড় সরকারী মহিলা কলেজে দেলোয়ার হোসেন প্রধানে’র অধ্যক্ষ হিসেবে পদায়ন প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে একই গোষ্ঠীর লোকদের ফাঁসাতে মিথ্যা মামলা দায়ের। দশ টাকায় আহার পেলেন সাড়ে ৪শত মানুষ বাড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়” পরিদর্শণ করলেন লিডারশীপ প্রশিক্ষণের ৫ জন প্রধান শিক্ষক। রৌমারীত জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ প্রায় এক কোটি ছেষট্টি লক্ষ নাটোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ধানমন্ডির ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিন ইউনিট

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
ধানমন্ডির ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিন ইউনিট
ধানমন্ডির ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শনে গেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের একটি দল। সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন বলে জানা গেছে। তবে তারা কী ধরনের আলামত সংগ্রহ করছেন তা জানা যায়নি।

আজ সোমবার সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫-৬ জনের একটি দল ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছায়। 
বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র এসএসপি জসিম উদ্দিন খান। তিনি বলেন, সকাল থেকে সিআইডির একটি টিম ৩২ নম্বরের ভবনটি পরিদর্শন করছেন।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা তাদের ল্যাবে পরীক্ষা করে দেখবেন এই হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর।

ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়িতেই কি হাড়গোড় পাওয়া গেছে- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দিষ্ট কোথায় থেকে পাওয়া গেছে তা বলতে পারছি না। তবে এটুকু জেনেছি যে এগুলো ধানমন্ডি ৩২ নম্বরে পাওয়া গেছে।

এর আগে গতকাল রোববার আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে– এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পর সেখানে কিছুই পায়নি তারা।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর