বইমেলায় পাঠক-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনের উৎসব ঘিরে জমে উঠেছে অমর একুশে বইমেলা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে মেলা প্রাঙ্গণে বইপ্রেমী তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অমর একুশে বইমেলায় সাপ্তাহিক ছুটির দিনে যে ভিড় হবে তা প্রত্যাশিতই ছিল; সকাল থেকে মেলা শুরু হলেও দর্শনার্থী, বইপ্রেমীদের ভিড় জমে মূলত বিকালে।
ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনের উৎসব ঘিরে মেলায় লেখক-সাহিত্যিকদের উপস্থিতিও দেখা গেছে।
এদিন বেলা ১১টা থেকে মেলা শুরু হয়, দুপুর ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। এ সময়টিতে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসেন মেলায়। বিভিন্ন স্টল ঘুরে ছোটদের বই দেখেন।
বই মেলার গেইট দিয়ে প্রবেশ করতেই ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়।
একটু সামনে এগিয়ে আসলে বইয়ের স্টলগুলোর সামনে বেশ উপস্থিতি ছিল বইপ্রেমীদের। বিশেষ করে দুপুরের পর থেকেই সব বয়সী মানুষ দলে দলে বইমেলায় আসতে শুরু করেছে। ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনের উৎসব ঘিরে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনন্যা প্রকাশনীসহ বিভিন্ন স্টলগুলোর সামনে বইপ্রেমীদের ভিড় দেখা গেছে।
জাহাঙ্গীর নামের এক পাঠক বলেন, গত শুক্রবার এসেছিলাম। সপ্তাহজুড়ে এ দিনটির জন্য অপেক্ষা করে আজ আবার এলাম। বই কেনার পাশাপাশি দেশের গণ্যমান্য ব্যাক্তিদের দেখতেই মেলায় আসা। অনেকে আবার বন্ধুদের সঙ্গে এমনিতেই ঘুরতে এসেছেন বইমেলায়।
অনন্যা প্রকাশনীর মনিরুল হক বলেন, শুক্রবার ছুটির দিনে ভিড় হওয়াটাই কাঙ্ক্ষিত।ভিড় হয়েছে, বিক্রিও ভালো হচ্ছে। এই ধারাবাহিকতা সামনের দিনও থাকবে বলে আশা করি।
রাজিব নামের একজন বইপ্রেমী বলেন, এবারের বইমেলায় অনেক ভালো লাগছে। পছন্দের লেখক ও কবিদের বই কিনতে পারছি। লেখকদের সাথে ছবি তোলাসহ অটোগ্রাফও নিতে পারছি।