বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক চাঁদা না দেওয়ায় দুই ভাইকে মারধরের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের ছাত্রদল যুবদলের বিরুদ্ধে দেওয়ানগঞ্জে জামায়াত নেতার ইন্তেকাল। অবৈধ ভাবে কৃষি জমি কেঁটে মাটি বিক্রি করার দায়ে রাজৈরে দুই ট্রলি চালক ও এক ভেকু চালককে দের লক্ষ টাকা জরিমানা। আত্রাইয়ে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মোলন সন্দ্বীপে একটি মাল্টিপারপাসের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। কুড়িগ্রাম রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশব্যাক, রোহিঙ্গাসহ আটক ৪৪ সন্দ্বীপে সর্প সচেতনত কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় আমীর খসরুকিছু ছাত্রনেতার কথাবার্তায় মনে হয় তারাআন্দোলনকে হাইজ্যাক করে নিয়ে গেছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় আমীর খসরু কিছু ছাত্রনেতার কথাবার্তায় মনে হয় তারা আন্দোলনকে হাইজ্যাক করে নিয়ে গেছে
ব্রাহ্মণবাড়িয়ায় আমীর খসরু কিছু ছাত্রনেতার কথাবার্তায় মনে হয় তারা আন্দোলনকে হাইজ্যাক করে নিয়ে গেছে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এখন কিন্তু আবার নতুন বয়ান। ওই বয়ানে ১৬ বছরের কথা নাই, ৩৬ দিনে বিএনপি’র নেতা-কর্মীদের অবদানের কোনো কথা নাই। ওই বয়ানে কিছু ছাত্রনেতার কথাবার্তায় মনে হয় তারা আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে গেছে। কিন্তু আমরা এ আন্দোলনকে হাইজ্যাক করতে চাই না। আমরা এখনো বলছি এ আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের সফলতা।’
বর্তমান সরকারের কাছে নিজের কোনো প্রত্যাশা নেই বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। কেন নাই সেটা উল্লেখ করে তিনি বলেন, ‘দ্রব্যমূল্য আইনশৃখংলা নিয়ন্ত্রণে আনতে হলে জনগণের সমর্থিত, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহির ওয়েট আছে এমন রাজনৈতিক সরকার দরকার।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা দেখবেন সব কিছু ক্রমান্বয়ে সহিষ্ণু অবস্থায় ফিরে আসবে। যেটা বিএনপির সময় দেখেছি। তবে আওয়ামী লীগের আমলে দেখি নাই। কেননা শেখ হাসিনা নির্বাচিত করার ছিলো না।’
সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত ৩১ দফা বাস্তবায়নের দাবির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর মুক্তমঞ্চে আয়োজিত ওই সমাবেশে তিনি বিকেল পাঁচটার দিকে বক্তব্য রাখেন। বেলা দুইটায় সমাবেশ শুরু হওয়ার সময় নির্ধারণ থাকলেও সকাল ১১টা থেকে দলীয় নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো, সেলিম ভুইয়া, অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহমুদ শ্যামল, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জেলা বিএনপি’র সদস্য কবীর আহমেদ ভুইয়া প্রমুখ। সঞ্চলনায় ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সায়েদুল হক সাঈদ, মো. তকদির হোসেন, হাফিজুর রহমান মোল্লা, মেহেদী হাসান পলাশ, মো. জয়নাল আবেদীন, আলমগীর মিয়া প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ আরো বলেন, ‘জুলাই-আগস্টে ৩৬ দিনের আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি নেতা-কর্মীরা। শেখ হাসিনার পতনের পিছনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার আমাদের সমর্থিত সরকার। কিন্তু তারা যদি নিরপেক্ষতা হারায়, বিশ্বাস হারায়, আস্থা হারায় তাহলে এ দায়দায়িত্ব তাদেরকে নিতে হবে। বিএনপি’র যারা লড়াই সংগ্রাম করে ছিলো তারা কিন্তু এখানো ঘরে ফিরে যায়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর