শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম সন্দ্বীপে ঘর ভিটা জায়গা সংত্রুান্ত বিরোধ কে কেন্দ্র করে নিহত ১ আহত ২ পোগলদিঘা ইউনিয়নে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করলেন জামায়াত ইসলামী নেতা অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল ড. ইউনূস-মোদি বৈঠক দুই দেশের জন্য ‘আশার আলো’: মির্জা ফখরুল স্বেচ্ছায় করে রক্তদান, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত সন্দ্বীপ চলমান পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন “মুরাদনগরে কিশোর গ্যাংয়ের উন্মাদনা: আইন-আদালতের অবহেলার মাঝে সাধারণ মানুষের আতঙ্ক” ভোলা চরফ্যাশন প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত ৬ জন আহত ময়মনসিংহের ক্লুলেস মামলার আসামী গ্রেফতার করেছে র‍্যাব-১৪ সেই গোসল মোশারফ করিমের ঈদের দিনের সবচেয়ে বড় উপহার

এই আফসোস মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
এই আফসোস মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে
এই আফসোস মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। সংগৃহীত ছবি

শুরুটা মডেলিং দিয়ে হলেও অভিনয় দিয়েই জনপ্রিয়তা পেয়েছেন। চার বছরেই হয়ে উঠেছেন দর্শকদের প্রিয়। উপহার দিয়েছেন বহু দর্শকনন্দিত নাটক। তবে এখনও ঘটা করে ওটিটি কিংবা সিনেমায় পাওয়া যায়নি কেয়া পায়েলকে।

অভিনয় সামলে এরমধ্যে তিনি আইন বিষয়ে স্নাতক শেষ করেছেন। অভিনয়, পড়াশোনা, ক্যারিয়ার ও স্বপ্ন নিয়ে তার সঙ্গে কথা বলেছেন ইমরুল নূর

সদ্যই গ্র্যাজুয়েট হলেন। কেমন লাগছে? 

অনেক ভালো লাগছে। ভীষণ আনন্দিত।পরিবার থেকে শুরু করে, বন্ধু-বান্ধব, আমার বিশ্ববিদ্যালয়ের ( সাউথইস্ট বিশ্ববিদ্যালয়) শিক্ষকরাও আনন্দিত। রেজাল্টের বিষয়টি বলতে চাই না। যতটুকু যা পেয়েছি তাতেই আমি খুশি। অনেক ভালোও না, আবার অনেক খারাপও না।

তবে আরো বেশি খুশি লাগছে একজন অভিনয়শিল্পী হিসেবে বিশ্ববিদ্যালয়টি থেকে আমাকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়।

পড়াশোনা এবং অভিনয় দুটো একইসঙ্গে চালিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য ছিল নিশ্চয়?

কষ্ট হয়েছে অনেক। অভিনয় ক্যারিয়ার আর পড়াশোনা দুটোকে আমি সবসময় আলাদা রেখেছি। কাজের জন্য বা কোনো কিছুর জন্যই পড়াশোনায় কোনো বিরতি দেইনি। কোভিডের সময়ও না, তখনও আমি অনলাইনে ক্লাস করতাম।পড়াশোনার জায়গাটা সবসময় ঠিক রেখেছি। পড়াশোনায় কখনও ক্ষতি হোক, সেটা কখনোই চাইনি। কষ্ট হলেও দুটোই ব্যালেন্স করে চালিয়ে গিয়েছি। যখন চাপ অনুভব হতো তখন কাজ একটু কমিয়ে দিতাম। এলএলবি-তে ক্রেডিটও বেশি ছিল, ১৫৬ ক্রেডিট। তারপরেও চার বছরে খুব বেশি রিটেক দিতে হয়নি আমার, একটা কিংবা দুইটা দিতে হয়েছে মাত্র। একদম সুন্দরভাবে শেষ করেছি। 

ভবিষ্যত পরিকল্পনা কী? 

ব্যারিস্টারি পড়ার ইচ্ছে আছে, বার অ্যাট ল করতে হবে। গ্র্যাজুয়েশন শেষ করলাম, এখন বার কাউন্সিলে পরীক্ষা দিতে হবে। লাইসেন্সটা পেলে ল প্র্যাক্টিস শুরু করব। এর পর চেম্বার নিয়ে বসব। এই আফসোসটা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। যত সময় যাবে ততই আমার জন্য ভালো। 

অভিনয়ের ব্যস্ততা…

সামনেই ত ঈদ। আগামী ২ ফেব্রুয়ারি থেকে ঈদের একটি নাটকের শুটিং শুরু করব। মিফতাহ আনান পরিচালিত এই নাটকে আমার সঙ্গে থাকবেন তৌসিফ মাহবুব। আরো কিছু কাজ করা হবে। তা ছাড়া ভালোবাসা দিবসের অনেক কাজই তো রিলিজ হয়নি। সেগুলো ঈদে আসবে। 

অভিনেত্রীর বাইরে আপনি এখন ব্যবসায়ীও…

মাসে অন অ্যাভারেজ পনেরো দিন শুটিং করা হয়। মাঝেমধ্যে তারও বেশি। এর বাইরে চেষ্টা করি আমার ব্যবসায়ে (পিয়ার্ল বাই পায়েল) সময় দিতে। যেহেতু নিজের ব্যবসা তাই একটু সময় দেওয়াই লাগে।

নাটকের প্রায় সবাইকেই ইতিমধ্যে ওটিটি প্লাটফর্মে দেখা গেছে। আপনাকে এখনও কেন পাওয়া যায়নি?

আমি নাটকেই বেশি নিয়মিত। এখানেই আমি বেশি ডেডিকেটেড। নাটকের কারণেই আমি আজকের কেয়া পায়েল হতে পেরেছি, এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। তবে অবশ্যই ওটিটিতে কাজ করব। তবে শুধু করার জন্য কিংবা করতে হবে এজন্য কোনো কাজ করব না। করলে একটাই করব, ভালো কিছু করব। যে গল্প কিংবা চরিত্রের অভিনয় দেখে দর্শক বলবে যে, এতদিন নাটকে যে পায়েলকে দেখেছি সেখান থেকে এই পায়েল একদমই ভিন্ন। এরকম কিছু যখন পাব তখনই করব। সবার করছে বলে আমাকেও করতে হবে, সেই তাড়াহুড়ো নেই।  

বড় পর্দায় কবে দেখা যাবে?

সিনেমার জন্যও সেইম কথা। প্রস্তাব তো আসে। কিন্তু যেরকম গল্প কিংবা চরিত্র আমি করতে চাই তেমন পাচ্ছি না বলেই এখনো সিনেমা করা হচ্ছে না। যখন পাব সঙ্গে সঙ্গেই করে ফেলব।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর