শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
অপেক্ষা বাড়ল বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের মাগুরা মেডিকেল কলেজ বন্ধের গুজব উড়িয়ে দিলেন শফিকুল আলম শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা। নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক  বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ

সড়কে গাছ ফেলে ৩০ গাড়িতে ডাকাতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : শনিবার, ১ মার্চ, ২০২৫
সড়কে গাছ ফেলে ৩০ গাড়িতে ডাকাতি
সড়কে গাছ ফেলে ৩০ গাড়িতে ডাকাতি। সংগৃহীত ছবি

পাবনার সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ কমপক্ষে ৩০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ২টার দিকে পাবনা-সাঁথিয়া মহাসড়কের তলট আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান এবং মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।’ 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে দেয় ডাকাতদল। এতে সড়কের উভয়দিকে বাস ট্রাক, প্রাইভেটকার, সিএনজি ও মাইক্রোবাসহ শতাধিক গাড়ি আটকে পড়ে। এ সময় ৪০ থেকে ৫০ জনের ডাকাতদল রামদা, হাসুয়া, ধারালো ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আটকে পড়া অন্তত ৩০টি গাড়িতে হামলা চালায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কমপক্ষে এক ঘণ্টা ধরে ডাকাতরা এসব গাড়িতে তাণ্ডব চালিয়েছে। গাড়ির গেট খুলতে দেরি করায় বেশ কয়েকটি গাড়ির দরজা-জানালা ভাঙচুর করা হয়েছে। বাধা দেওয়ায় ডাকাতের আক্রমণে যাত্রী এবং পরিবহণ শ্রমিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গাড়িতে থাকা লোকদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় তারা। 

ডাকাতির কবলে পড়া আব্দুস সালাম নামের এক ইসলামী বক্তা তার ফেসবুকে দেওয়া ভিডিওতে ডাকাতির বর্ণনা দিয়ে বলেন, সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গাড়িতে ঢুকে ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে। যাত্রীদেরও জিম্মি করে সব লুট করে নিয়ে যায়। আমরা বলেছি, ভাই যা আছে সব নেন, কিন্তু কাউকে আঘাত কইরেন না। আমাদের গাড়িতে কাউকে আঘাত করেনি। 

তিনি বলেন, একটি মাইক্রোবাসে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে আক্রমণ করে কয়েকজনকে মারধর করে সব নিয়ে গেছে। একইভাবে সব গাড়িতে পর্যায়ক্রমে ডাকাতি চালায়। গাড়ি ভাঙচুর ও অনেককেই মারধর করেছে। ‘

পাবনার একটি গাড়ির কাউন্টার মাস্টার সাজ্জাদ হোসেন বলেন, তাদের গাড়িটিও আক্রমণের শিকার হয়েছিল। কিন্ত স্থানীয় ও যাত্রীদের প্রতিরোধের মুখে ডাকাতরা ফিরে গেছে। কারও কোনো ক্ষতি হয়নি। 

স্থানীয়রা জানান, যমুনা সেতু চালু হওয়ার পর ঢাকাগামী ও ঢাকা ফেরত গাড়ি এই সড়কে কম চলাচল করে। ফলে সড়কে জনসমাগম বা কোলাহল কম। বেড়া-বাঘাবাড়ি হয়ে ঢাকায় যাওয়ার পথে বেশকিছু গাড়ি ওই রাস্তা দিয়ে যায়। ডাকাতরা এসব জেনেই তাদের জন্য নিরাপদ মনে করে সড়কে গাছ ফেলে ডাকাতি করেছে।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। তবে কতটি গাড়িতে ডাকাতি হয়েছে তা সুনির্দিষ্ট করে বলতে পারব না। এখনো কেউ অভিযোগ দেয়নি। এরপরও আমরা ডাকাতদের আটক করতে মাঠে কাজ করছি। 

পাবনার সাঁথিয়ার মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের দায়িত্ব মহাসড়কে। ঘটানাটি ঘটেছে ঢাকা-পাবনা মহাসড়কের আঞ্চলিক সড়কে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর