মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীর পাঁচ তারা সহ বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, ঝুঁকিতে বসতভিটা ও স্থাপনা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে দীঘিনালার পারুলিয়্য বন আর্য্য সাধনা কুটিরে বুদ্ধ পূজা ও দান কার্যক্রম অনুষ্ঠিত গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। আত্রাইয়ে হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম চলছে গাইবান্ধায় চরাঞ্চলে ভূমিদস্যুদের শাস্তির দাবীতে ভূমিহীনদের মানববন্ধন এনবিআর ও আইআরডি ভেঙ্গে দুটি বিভাগ, অধ্যাদেশ জারি বড় সাফল্য পেতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দৃষ্টি লিটনের শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে ট্রাম্প পরিবারের বিটকয়েন প্রকল্প চিকিৎসা সেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার প্রধান হিসেবে এ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস

ভোলায় চুরির অভিযোগে যুবকের হাত-পা ভেঙে চোখ তুলে নেয়া হলো

নাজিম উদ্দিন ভোলা চরফ্যাশন
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
ভোলায় চুরির অভিযোগে যুবকের হাত-পা ভেঙে চোখ তুলে নেয়া হলো
ভোলায় চুরির অভিযোগে যুবকের হাত-পা ভেঙে চোখ তুলে নেয়া হলো

ভোলায় চু‌রির অভিযোগে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাত-পা ভে‌ঙে চোখ তু‌লে দেয়ার ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম, মো. শাহজাহান মি‌ন্টিজ। তিনি চরফ্যাশন উপ‌জেলার দ‌ক্ষিণ আইচা থানা এলাকার নজরুল নগর ইউনিয়‌নের আরকলমী গ্রামের ‌মো. ছিডু মিয়ার ছে‌লে।
গতকাল রোববার (২ মার্চ) সকালের দি‌কে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, শাহজাহান মি‌ন্টিজ একজন পেশাদার চোর। সে ক‌য়েকবার পু‌লি‌শের হা‌তে আটক হ‌য়ে‌ছে। জেল থে‌কে বের হ‌য়ে আবারও চু‌রি ক‌রে সে। তার বাবাও একজন চোর ছি‌লেন।
স্থানীয়দের ভাষ্য, বেশ কয়েকদিন ধরে চরফ্যাপশন উপজেলার নজরুল নগরসহ আশপা‌শের ক‌য়েক‌টি ইউনিয়‌নে একা‌ধিক চু‌রির ঘটনা ঘ‌টে। এ ঘটনায় শাহজাহান মি‌ন্টিজের উপর গ্রামবাসী ক্ষিপ্ত হয়। প‌রে গতকাল রোববার স্থানীয় গ্রামবাসী তা‌কে তার বা‌ড়ি‌তে দেখ‌তে পে‌য়ে ধাওয়া ক‌রলে সে দৌ‌ড়ে পালায়। পরে তার পিছু পিছু এলাকাবাসী ছুটে গিয়ে আটক করে প্রথমে ‘গণধোলাই’ দেয়। পরে তার চোখ তুলে নেয়। এরপর তাকে ওই এলাকার ফরাজী বা‌ড়ির পুকুর পাড়ে ফেলে চলে যায় তারা।  
স্থানীয় গ্রাম পু‌লিশ সোরহাব হো‌সে‌নের সহ‌যোগিতায় তার প‌রিবারের সদস্যরা উদ্ধার ক‌রে চরফ্যাশন হাসপাতা‌লে ভর্তি করলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।
দ‌ক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, আমি ঘটনা‌টি লোক মুখে শু‌নে ঘটনাস্থ‌লে পু‌লিশ পা‌ঠি‌য়ে‌ছি। প‌রে জান‌তে পারি শাহজাহান মি‌ন্টিজ না‌মে একজন‌কে চু‌রির অ‌ভি‌যো‌গে গ্রামবাসী গণ‌ধোলাই দি‌য়ে হাত পা ভে‌ঙে চোখ তু‌লে‌ছে। ত‌বে এখন পর্যন্ত কেউ থানায় অ‌ভি‌যোগ ক‌রে‌নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর