ঈদে আসছে মোশাররফ তানিয়ার ‘খুচরা পাপী’

মোশাররফ করিম দীর্ঘ এক যুগ পর নাট্যনির্মাতা জিয়া উদ্দিন আলমের নির্দেশনায় খুচরা পাপী শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন।’
মোশাররফ করিম দীর্ঘ এক যুগ পর নাট্যনির্মাতা জিয়া উদ্দিন আলমের নির্দেশনায় খুচরা পাপী শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের কাহিনীও লিখেছেন আলম নিজেই। রচনা করেছেন জুয়েল এলিন। নাটকটিতে মোশাররফ করিম ‘মোশাররফ’ নামেই অভিনয় করেছেন। তার বিপরীতে রিনি চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। এরই মধ্যে এর শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ঈদে এনটিভিতে নাটকটি প্রচার হবে, এটা নিশ্চিত করেছেন জিয়া উদ্দিন আলম।’
এ নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। যখন আলমের নির্দেশনায় সর্বশেষ কাজ করেছি তখন সে একেবারেই নতুন ছিল। অনেক দিন ধরেই তার ইচ্ছে ছিল আমাকে নিয়ে একটি কাজ করার। কাজ করতে এসে দেখলাম, সে আগের চেয়ে আরো বেশ গোছালো। কাজ ভালোই বোঝে। তার গল্প নির্বাচনও ভালো। তানিয়া বৃষ্টি অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। আমার সঙ্গে তার বেশ কয়েকটি কাজ হয়েছে। তানিয়া তার অভিনয়ে ভীষণ মনোযোগী আর তার সেরাটাই সে দেয়ার চেষ্টা করে।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি, প্রত্যেকটিতে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তার সঙ্গে যত কাজ করি, তত নিজেকে সমৃদ্ধ করি। আলম ভাই বেশ গোছালো একজন পরিচালক। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। আজ আমার জন্মদিন। এ দিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’ তানিয়া বৃষ্টি জানান, জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। পরিবারের সঙ্গেই দিনটি সাধারণভাবে উদযাপন করবেন তিনি। উল্লেখ্য, আলমের নির্দেশনায় মোশাররফ করিম একযুগ আগে ‘পাইরেসি’ নাটকে অভিনয় করেছিলেন। ২০২২ সালে ‘প্রাইভেট জামাই’ নাটকে অভিনয় করেন বৃষ্টি, যা প্রায় এক কোটি দর্শক উপভোগ করেছেন।’
খুচরা পাপী নাটকটিতে আরো অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি, রকি খান প্রমুখ।’