নারী দিবসে দেখতে পারেন যে সিনেমাগুলো

আজ ৮ মার্চ। জাতিসংঘের ৫০তম আন্তর্জাতিক নারী দিবস। আর এ দিবস মানেই বিশ্বজুড়ে নারীদের প্রকৃত অবস্থা তুলে ধরে তাদের ক্ষমতায়ন, অধিকার ও মর্যাদার জন্য তৎপর হওয়ার প্রচেষ্টা। আর চলচ্চিত্র সবসময়ই জনমানস নির্মাণে শক্তিশালী একটি মাধ্যম। তাই হলিউড ও বলিউডে বারবার উঠে এসেছে নারীদের সংগ্রাম ও বিজয়গাঁথার নানান কাহিনি।
এক নজরে দেখে নেয়া যাক, নারী দিবসে দেখতে পারেন যেসব সিনেমা—
পালাবি কোথায়?
পালাবি কোথায় নির্মিত হয় ১৯৯৭ সালে। একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করা নারী ও তাদের ঊর্ধ্বতন কর্মকতাকে নিয়ে সিনেমাটির গল্প। সেই কর্মকর্তা (হুমায়ূন ফরিদী) তার অধীনস্থ নারীদের নানাভাবে প্রেমের প্রলোভন দেন। সিনেমাটি সে সময় ফ্লপ করলেও কমেডির মধ্য দিয়ে কর্মক্ষেত্রে নারীর হ্যারাসমেন্টের বিষয়টি এসেছে।
শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন চম্পা, শাবানা, সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন, আলী রাজ প্রমুখ। তবে সিনেমাটি মৌলিক নয়। এটি তামিল সিনেমা ‘মাগালিত মাত্তুম’ থেকে অনুপ্রাণিত।
নিরন্তর
আবু সাইয়ীদ পরিচালিত সিনেমাটি ২০০৬ সালে মুক্তি পায়। অভিনয় করেছেন শাবনূর, ইলিয়াস কাঞ্চন, ডলি জহুর, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিথি কেমন করে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যৌনকর্মী হয়ে ওঠে সে গল্প বলা হয়েছে নিরন্তরে। সিনেমাটির মূল গল্প হুমায়ূন আহমেদের ‘জনম জনম’ উপন্যাস থেকে নেয়া।
সিনেমাটির জন্য এর নির্মাতা কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার এবং গোয়ায় অনুষ্ঠিত ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি ও গোল্ডেন ক্রো পীজেন্ট পুরস্কার লাভ করেন। ২০০৭ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এ সিনেমাটি প্রেরণ করা হয়েছিল।
পাগলাইত
২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমা পাগলাইত। এতে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, আশুতোষ রানা, শ্রুতি শর্মা, রঘুবীর যাদব প্রমুখ। সিনেমাটিতে দেখা যায় সন্ধ্যা নামের মেয়েটি একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর বিধবা হয়। স্বামী অশোক মারা যাবার পর শ্বশুরবাড়িতে তার কী কী বিষয় মোকাবেলা করতে হয় তা নিয়েই সিনেমার গল্প।
উমেশ ভিশত পরিচালিত সিনেমাটির প্রযোজক গুণীত মোঙ্গা, একতা কাপুর ও শোভা কাপুর। ২০২১ সালে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর এটি নিয়ে ভারতে বেশ কথা হয়েছে। নারীবাদী বয়ান ও সানিয়ার অভিনয়ের কারণে অনেকেই নারীদের সিনেমাটি দেখতে বলেন।
মিসেস
এ সিনেমাটি সাম্প্রতিক। আরতি কাদব পরিচালনা করেছেন। অভিনয়ে এখানেও প্রধান চরিত্রে আছেন সানিয়া। দক্ষিণ ভারতীয় সিনেমা দি গ্রেট ইন্ডিয়ান কিচেনের রিমেক মিসেস।
একটি পিতৃতান্ত্রিক পরিবারে একজন নারীর সংগ্রামের গল্প বলে সিনেমাটি। এর নির্মাতা আরতি বলেন, তিনি সিনেমাটির মাধ্যমে প্রচলিত নানা ধারণা ভাঙতে চেয়েছেন। সিনেমাটি ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে।
ন ডরাই
সাম্প্রতিক বাংলাদেশী সিনেমায় ‘ন ডরাই’ প্রশংসিত সিনেমা। সিনেমাটিক দিকের পাশাপাশি একজন নারীর যাত্রার কারণেও সিনেমাটি আলোচিত ও প্রশংসিত। এ সিনেমা পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও শরীফুল রাজ। একজন সার্ফারের সার্ফিং নিয়ে সিনেমাটি নির্মিত। এতে সুনেরাহ ও শরীফুলের অভিনয়ের পাশাপাশি গানও জনপ্রিয় হয়।
সিনেমাটি ২০১৯ সালের ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে পুরস্কৃত হয়।