হাসপাতালের রোগীসহ তিন শতাধিক মানুষকে ইফতার করালেন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের সদস্য সচিব

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর পক্ষ থেকে হাসপাতালে অবস্থানরত রোগী ও অসহায় প্রায় তিনশতাধিক মানুষের মাঝে শনিবার সন্ধ্যায় ইফতার বিতরণ করা হয়েছে। বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, বিরিয়ানি, ছোলাবুট, পেয়াজু, খেজুর ও পানির বোতল।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুল হক সানি, যুগ্ম আহ্বায়ক হৃদয় পাঠান, যুগ্ম আহ্বায়ক -ইয়াছিন রাজ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জয়, জেলা যুবদলের সহধর্ম বিষয়ক সম্পাদক মিঠু দাস, জেলা নবীনদলের সাধারণ সম্পাদক মিন্টু সরকার প্রমুখ। নেতৃবৃন্দ জেলা সদর হাসপাতালসহ আশেপাশের এলাকার শ্রমজীবী মানুষের মাঝে এসব ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণ কালে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমির চক্রবর্তী বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যে যার জায়গা থেকে ছিন্নমূল মানুষ এবং হাসপাতালে থাকা রোগীরা যেন সঠিকভাবে ইফতার করতে পারেন সেই ব্যবস্থা করা। আমরা আমাদের নেতার নির্দেশনা ক্রমে সাধারন মানুষের মাঝে ইফতার পৌঁছে দিয়েছি। জেলা ছাত্রদল চেষ্টা করে যাচ্ছি এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য।’