ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক স্বাভাবিক রাখতে মাওনা হাইওয়ে পুলিশের নিরলস পরিশ্রম

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া নতুন বাজার হতে জৈনা বাজারের ইউটার্ন পর্যন্ত দীর্ঘ ১৩ কিলোমিটার মহাসড়ক মাওনা হাইওয়ে থানার আওতাধীন। আর এই ১৩ কিলোমিটার সড়ক যানজটমুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।’
ওসি আইয়ূব আলীর নেতৃত্বে, মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা সড়কটিকে যানজট মুক্ত রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। গড়গড়িয়া মাস্টারবাড়ী, মাওনা চৌরাস্তা, এমসি, নয়নপুর ও জৈনা বাজারে অবস্থিত ভাসমান ফুটপাতগুলো সড়কের অর্ধেক জায়গা দখল করেছিল, যা উচ্ছেদ করা হয়েছে। এর ফলে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে’।
এছাড়া, মাওনা হাইওয়ে থানার পুলিশ অবৈধ থ্রী হুইলার অটোরিকশা ও সিএনজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এমনকি কিছু নামধারী সাংবাদিক যখন তদবির করেন, তখন ওসি আইয়ূব আলী তা গণমাধ্যমের কাছে তুলে ধরেন এবং স্পষ্ট ভাষায় বলেন, “মহাসড়কে কোনো অবৈধ স্থাপনা কাগজ বিহীন যানবাহন , এবং থ্রী হুইলার চলাচল করতে পারবে না। এটা সম্পূর্ণ নিষেধ।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ূব আলী বলেন, “আমি এই থানায় যোগদান করার পর থেকে অবৈধ থ্রী হুইলার অটোরিকশা, সিএনজি এবং মহাসড়কের ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছি। মহাসড়কে এখনো কিছু থ্রী হুইলার চলাচল করছে, তবে আমাদের নিয়মিত অভিযানের কারণে এদের সংখ্যা অনেক কমে গেছে।তবে আমরা এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করব।’
মাওনা হাইওয়ে পুলিশ সদস্যরা দৃঢ়ভাবে জানিয়েছেন, অবৈধ যানবাহন ও ফুটপাত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে, যাতে মহাসড়কটি নিরাপদ ও যানজটমুক্ত রাখা যায়’।