ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের যাত্রাবিরতি, ফুল দিয়ে বরণ

রেলওয়ের নতুন সূচি অনুযায়ি সোমবার থেকে সিলেট-ঢাকা- সিলেট পথের আন্তনগর কালনী এক্সপ্রেস যাত্রাবিরতি শুরু করেছে। সকাল সাড়ে ১১টায় ট্রেনটি ঢাকা যাওয়ার পথে, সন্ধ্যা পৌণে ছয়টায় সিলেট যাওয়ার সময় ট্রেনের চালক, পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়ায় নামা যাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ট্রেনটি যাত্রাবিরতি দিলেও ব্রাহ্মণবাড়িয়ার জন্য কোনো টিকিট বরাদ্দ রাখা হয়নি।
সিলেট যাওয়ার পথে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতিকালে জেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ফুল নিয়ে বেলা চারটা থেকে অপেক্ষা করতে থাকেন। ট্রেনটি এলে তারা দু’দলে ভাগ হয়ে চালক ও পরিচালককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ট্রেন থেকে নামা সাবেক পৌর মেয়রসহ অন্যান্য যাত্রীদেরকেও বরণ করে নেওয়া হয়। উপস্থিত লোকজন করতালির মাধ্যমে ট্রেনটিকে স্বাগত জানান ও বিদায় দেন। যাত্রীরা এই যাত্রাবিরতিতে তাদের উচচ্ছাসের লথা প্রকাশ করেন। এ সময় নাগরিক ফোরামের সভাপতি পিযূষ কান্তি আচার্য্য, সাধারন সম্পাদক রতন কান্তি দত্ত, কমরেড নজরুল ইসলাম, খেলাঘরের সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার, তরীর আহবায়ক শামীম আহমেদ, আবৃত্তি শিল্পী ও সাংবাদিক মো. হাবিবুর রহমান পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।