দ্য হান্ড্রেডে দল পাননি বাংলাদেশের কেউ

দ্য হান্ড্রেডের এবারের আসর মাঠে গড়াবে আগামী ৫ আগস্ট থেকে। টুর্নামেন্টকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম দিয়েছিলেন বাংলাদেশের ২৯ ক্রিকেটার। তবে তাদের কেউই দল পাননি। কোনো ফ্র্যাঞ্চাইজি সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের প্রতি আগ্রহ দেখায়নি।’
সাকিব আল হাসানের ড্রাফটে নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ছিল। অভিজ্ঞ এই অলরাউন্ডারের দাম ১ লাখ ২০ হাজার পাউন্ড। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। তবে তার প্রতি কেউই আগ্রহ দেখায়নি।’
স্পিনার রিশাদ হোসেনের সাকিবের পরই ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ছিল লেগ। তাছাড়া ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটন দাসের সঙ্গে এই ক্যাটাগরিতে ছিলেন ব্যাটার তাওহীদ হৃদয় ও স্পিনার শেখ মেহেদী।
এদিকে তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের ৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছিল।’
এছাড়া নির্দিষ্ট ভিত্তিমূল্য নেই এমন ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের আরো ২০ ক্রিকেটার। সেই তালিকায় ছিলেন খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন’।