আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার চারজন।

আখাউড়া থানা পুলিশের গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য ১০(দশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৩ জন আসামী সহ সর্বমোট ০৪ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আতিকুর রহমান, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৪/০৩/২০২৫ তারিখ, ভোর ০৫.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়ন এর অন্তর্গত নোয়ামুড়া গ্রামের ধৃত আসামী রানা চৌধুরীর বাড়ির প্রবেশ রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ১০(দশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রানা চৌধুরী(২১), পিতা-আক্কাছ চৌধুরী, মাতা-মৃত আকলিমা বেগম, সাং-নোয়ামুড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
অভিযানকালে এসআই(নিরস্ত্র) মোঃ জহিরুল হক, এএসআই(নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম, এএসআই(নিরস্ত্র) মোঃ আলতাব হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানায় এলাকা হইতে নারী ও শিশু মামলা নং-১১৩/২৩ পিটিশন-১৭৩/২৩, দায়ের-১৭/০৭/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০১। আবুল হাসেম, পিতা-মৃত মোঃ বারেক,সাং-বড় গাঙ্গাইল, ইউপি/মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-১৯৮/১৪, দায়রা-৭৩৬/১৯ আখাউড়া থানার মামলা নং-৪৯, তাং-২৩/০৫/২০১৪ইং এর ওয়ারেন্টভুক্ত আসামী ০২। মোঃ রিপন মিয়া, পিতা-মোঃ খায়ের মিয়া, সাং-পশ্চিম মালদারপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-২৯৯/২২, আখাউড়া থানার মামলা নং-৩৬(১০)২২ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৩। মোঃ রুবেল মিয়া, পিতা- মৃত জামাল মিয়া, সাং- আজমপুর, থানা – আখাউড়া, জেলা- ব্রাহ্মনবাড়িয়াদেরকে পৃথক পৃথক অভিযান করিয়া গ্রেফতার করা হয়।