যৌথ অভিযানে শিশু ও বৃদ্ধ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র্যাব-১৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের শিশু হত্যা মামলার আসামিকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪। জানা যায়, পূর্ব শত্রতার জের ধরে ২৯ অক্টোবর, ২০২৪ তারিখে জিয়ারুল হক(১৫) নামের এক শিশুকে হত্যা করে। নিহত জিয়ারুল অটোরিকশা দিয়ে স্থানীয় বাজারে আসার পর হক মিয়া ও তার দলবল পিছন থেকে ধাওয়া করে। তারপর দেশীয় অস্ত্র দ্বারা মাথাসহ শরীরের বিভিন্ন অংশে নির্মমভাবে জখম করে।
এতে জিয়ারুল হক ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ময়মনসিংহ মেডিকেল নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬:৩০ মিনিটে মারা যায়। নিহতের বাবা আলাল উদ্দিন (৬৪) বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করে। র্যাব-১৪ এর অধিনায়কের নির্দেশনায় আভিযানিক দল সিপিএসসি ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেন। গত ১৩ মার্চ, ২০২৫ তারিখে বিকাল ৫:৪০ মিনিটে সিপিএসসি, র্যাব-১১ ও নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানা পুলিশের সহায়তা করে। নারায়ণগঞ্জের আদমজীনগর থেকে হত্যা মামলার আসামি মোঃ হক মিয়া (৫৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামিকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগীর মৃত আব্বাস আলীর ছেলে।
এছাড়া ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বৃদ্ধ আবেদ আলী (৭০) ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার সিপিএসসি, র্যাব ১৪, ময়মনসিংহ এবং সিপিসি-৩, র্যাব-৮ মাদারীপুর কর্তৃক যৌথ অভিযানে। জানায় যায়,গত ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে সন্ধ্যা ৬ টার দিকে আবেদ আলী (৭০) ওয়াজ মাহফিল শোনার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু মাহফিল শেষে বাড়ি না ফিরলে আশেপাশে অনেক খোঁজাখুজি করে। পরের দিন ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সকাল ৭ টার দিকে তারাকান্দা থানাধীন পশ্চিম পাণ্ডলী সাকিনস্থ পুকুরে বৃদ্ধ আবেদ আলীকে মরদেহ হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তারাকান্দা থানা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ রোকিয়া বেগম (৩৭) বাদী তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গত ১৩ মার্চ ২০২৫ তারিখে বিকাল ৬:২০ মিনিটে সিপিসি-৩, র্যাব-৮, মাদারীপুর এর সহায়তায় শরীয়তপুর জেলার নড়িয়া থানার রাজনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার আসামি মোঃ ইয়াকুব আলী (৪৩)কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামি তারাকান্দা উপজেলার পশ্চিম পাণ্ডলীর ইউনুছ আলী ওরফে ইন্নছ-এর ছেলে।